
প্রেস বিজ্ঞপ্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের “এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আউটরিচ” প্রোগ্রামের আওতায় সাতক্ষীরায় চলচ্চিত্র প্রদর্শনী কার্যক্রম শুরু হয়েছে। সরকারের মেগাপ্রকল্পসমূহ, কোভিড-১৯ সচেতনতা ও টিকা গ্রহন ইত্যাদি বিষয়সমূহের উপর নির্মিত প্রামান্যচিত্রগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল স্থানে প্রদর্শন করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র দেশের ১৯ হাজার স্থানে দেখানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তারই অংশ হিসেবে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৬০টি স্থানে এ প্রচার কার্যক্রম চলমান থাকবে। প্রত্যেকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে উপস্থিত দর্শকদের নিয়ে আকর্ষনীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। জেলা তথ্য অফিস, সাতক্ষীরা এ প্রচার কার্যক্রম মনিটরিং করছে।