
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা’র নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সাথে জেলার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (১ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদ-নদী ও খাল খনন, জেলার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, প্রাণসায়ের খাল খনন দুর্নীতি তদন্তসহ বিভিন্ন বিষয়ে দাবী দাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন এবং জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দদেরকে আশ^স্থ্য করে বলেন, জলাবদ্ধতা ও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, সেই সাথে সাথে প্রাণসায়ের খাল খননের অনিয়ম তদন্ত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আপনাদের স্মারকলিপিটি পাঠানোর ব্যবস্থা করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম নুর ইসলাম, সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (উন্নয়ন) ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য তৈয়েব হাসান বাবু, আশরাফ উদ্দিন, আবুল কালাম, এস.এম আবুল কালাম আজাদ, মীর তাজুল ইসলাম রিপন, নাসির উদ্দিনসহ জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।