সংবাদাদাতা: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আধুনিক মানের সুযোগ-সুবিধা, নান্দনিক ডিজাইন এবং আকষর্ণীয় সেবা সুবিধার এক অনন্য সমন্বয় নিয়ে সাতক্ষীরা শহরে আত্ম প্রকাশ করলো হোটেল সাতক্ষীরা প্যালেস। জেলা সদরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত এই হোটেলটি শহরের আবাসিক হোটেলের ব্যবসায় অন্যতম সংযোজন। শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় শহরের পলাশপোলে এস.এ প্লাজায় হোটেলের একজন স্বত্বাধিকারী তারিক রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে হোটেল সাতক্ষীরা প্যালেস এর উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনের পরে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে যাত্রা শুরু করে হোটেলটির কার্যক্রম। উদ্বোধনকালে প্রধান অতিথি হোটেলটির মনোরম পরিবেশ, দেয়ালে সজ্জিত সাতক্ষীরা জেলার ইতিহাস-ঐতিহ্য, বিখ্যাত ব্যক্তিত্ব ও পর্যটন কেন্দ্রগুলোর সচিত্র বর্ণনা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি হোটেলটির সর্বাঙীন মঙ্গল কামনা করে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেলের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলমসহ অন্যান্য পরিচালক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
হোটেলটির বিশেষত্ব হলো এর দুইটি আকর্ষণীয় বই পড়ার কর্নার (রিডিং কর্নার), সেলফি কর্নার ও একটি নামাজের রুম যা একে শহরের অন্যান্য আবাসিক হোটেল থেকে আলাদা করেছে।