প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২২, ২০২৫, ১১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
সাতক্ষীরায় সুন্দরবনের আঙ্গিকে গোলপাতা রেস্টুরেন্ট উদ্বোধন
আব্দুর রশিদ : সাতক্ষীরায় নিরিবিলি নান্দনিক, মুক্ত পরিবেশে মানুষিক প্রশান্তির অভিজাত রুচিশীল মানুষের খাদ্য ও বিনোদনের দাহিদা মেটাতে যাত্রা শুরু করল সুন্দরবনের আঙ্গিকে গোলপাতা রেস্টুরেন্ট।
ব্যাপক উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় শহরের মিনি মার্কেট এলাকায় গোলপাতা রেস্টুরেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোছায়েত হোসেন জ্যোতির স্বাগত বক্তব্যের পর মোনাজাত ও কেক কাটার মাধ্যমে রেস্টুরেন্টের শুভ উদ্ভোদন করেন অতিথিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর সভার মেয়র ও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি।
এসময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের বোলিং কোচ রবিউল ইসলাম শিবলু সহ সাতক্ষীরা জেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ফুডস ব্লগার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।
এখানে ভোজনবিলাসীদের আকর্ষণের জন্য বনবিধি,ঝাউবন,কেওড়াবন,সুন্দরী, ইরাবতী নামের ৫টি কর্টেজ প্রস্তুত করা হয়েছে। যেখানে বসে নান্দনিক পরিবেশে বিভিন্ন ফার্সফুড খাবার খেতে খেতে ভোজনবিলাসীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.