
আহাদুর রহমান জনি: নতুন খননকৃত খালের পাড়ে বনায়ন সফলতার মুখ দেখেছে। ভ‚মিক্ষয় রোধ সহ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন আশার আলো দেখাচ্ছে এ কর্মসূচি।
সামাজিক বন বিভাগ যশোর কর্তৃক সাতক্ষীরায় SFNTC এর আওতায় সাতক্ষীরা সদর উপজেলার ১৩ নং লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা থেকে বাইপাস ব্রিজ হয়ে প্রাণশায়ের খাল পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার বাগান সৃজন করা হয়। ২০২২-২৩ অর্থবছরে এ কাজ সম্পন্ন হয়। খালের উভয় পাড়ের দুই পাশেই ছোট বড় মিলিয়ে প্রায় ২০ প্রজাতির গাছের বাগান করা হয়। এসব গাছের মধ্যে আছে চিকরাশি, জারুল, আকাশমনি, খই, তেতুল, কদবেল, কাঁঠাল, আম, দেবদার, গামারি, বেল, অর্জুন, খয়ের, সোনালু, বাবলা, জাম, শিমুল, শিশু, মেহগনি, ইপিলইপিল, নিমসহ বিভিন্ন প্রজাতির গাছ। বন বিভাগের সবুজায়নের ফলে খালের পাড় দৃষ্টিনন্দন হয়েছে। স্থানীয় চাষীরা প্রখর রোদে গাছের ছায়ায় বিশ্রাম নেয়। কিছু কিছু গাছে ফল আসতে শুরু করেছে। যেগুলো পশু পাখির প্রিয় খাদ্য। ফলে বাগানটি ধীরে ধীরে পরিণত হচ্ছে অঘোষিত পাখিদের অভয়াশ্রমে। খালের পাঙে সবুজায়নের ফলে ভ‚মিক্ষয় যেমন রোধ হচ্ছে তেমনি জলবায়ু সংকট মোকাবেলায় টেকসই পরিবেশ ও প্রতিবেশ সৃষ্টি করছে।