
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি।
গত ০১ নভেম্বর ২০২৫ হতে ৩০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ বিওপি/ক্যাম্প/চেকপোষ্ট কর্তৃক স্ব স্ব দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে তিন কোটি একান্ন লক্ষ আটষট্টি হাজার ছয়শত পঞ্চাশ টাকার মূল্যের ভারতীয় চোরাচালনী মালামাল ও মাদকদ্রব্য আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে ০১ নভেম্বর ২০২৫ হতে ৩০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। উক্ত চোরাচালানী ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩,৫১,৬৮,৬৫০/- (তিন কোটি একান্ন লক্ষ আটষট্টি হাজার ছয়শত পঞ্চাশ) টাকা মূল্যের গাঁজা, মদ, নেশা জাতীয় সিরাপ, ফেনসিডিল, নেশা জাতীয় নিকোটিন ট্যাব, এলএসডি, সবজী বীজ, নারকেল তেল, তালা চাবি, থ্রী পিস,ধানের বীজ, আতর, কম্বল, চাদর, ইমিটেশন গহনা, বিড়ি, শার্ট, চশমা, ক্রীম, আগরবাতি, বোরকা, শাড়ি ও ঔষধসহ ভারতীয় অন্যান্য মাদকদ্রব্যসহ চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারনে সীমান্তে মাদক চোরাচালান ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এতে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।
বিজিবি টহলদল কর্তৃক জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা সদর থানায় মামলা করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে। এছাড়াও, উদ্ধারকৃত ভারতীয় চোরাচালানী মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

