স্টাফ রিপোর্টার: জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের সরকারী কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং রূপান্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। সম্মানীত অতিথি ছিলেন ছিলেন সমাজসেবা অধিপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন্নাহার, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম ও জেলা যুব উন্নয়ন অফিসার মাসুদ করিম ও জেলা নির্বাচন অফিসার হযরত আলী। জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী।প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলার সাতটি উপজেলার যুব ফোরাম প্রতিনিধি নুরে আলম, কর্ণ বিশ্বাস, আসাদুল্লা আল মাসুদ, নুসরাত জাহান, মর্জিনা খাতুন, সরোজিত সিংহ, ইব্রাহীম খলিল ও বন্দনা দেবনাথ। এসময় নাগরিক প্লাটফর্মের পক্ষে আলোচনা করেন আহবায়ক ও উদিচি সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক নাজমুল আলম মুন্না, মহিলা পরিষদের সভাপতি আনজুমান আরা মিনি, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল, মৌমাছি সংস্থার নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়। উল্লেখ্য যে, প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করছে।