
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া পরিবার পরিকল্পনা কেন্দ্রের ৩০ থেকে ৩৫ মন পুরাতন সরকারি রড গোপনে করা হয়েছে। গোপন সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া পরিবার পরিকল্পনা কেন্দ্রে ২০১১ সালে নতুন ভবন তৈরি করার সময় পুরাতন ভবন ভেঙে ফেলা হয়। এ সময় পুরাতন ভবনের সরকারি রডগুলো একটি কক্ষে রাখা হয়, সেই থেকে রডগুলি আজও পর্যন্ত রক্ষিত ছিল কিন্তু গত ৪ জুন ২০২৩ সালে ৩০-৩৫ মন সরকারি রড দরপত্র ছাড়াই ব্যবসায়ী তাহমিনা আহমেদের নিকট বিক্রি করা হয়। এ ব্যাপারে স্থানীয় মেম্বার সিরাজ জানায় রড গুলি বিক্রির সময় আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে, উত্তরে ক্রেতা বললেন আমি কিনেছি রড। কে বিক্রি করেছে কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রবীর মুখার্জী। উক্ত কেন্দ্রের দায়িত্বগত কর্মকর্তা নাজমুন্নাহার বিষয়টি স্বীকার করেই বলেন এ সময় আমি জরুরী কাজে অন্য কেন্দ্রে ছিলাম। পাশে মৌতলা কেন্দ্রের দায়িত্ব পালন করছিলাম। রড বিক্রির বিষয় পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রবল প্রবীর মুখার্জি আমাকে জানান তিনি বিষয়টা দেখবেন। বিষয়টি জানাজানি হলে সোমবার (১২ জানুয়ারি) সকালে কিছু রড ফেরত দিয়েছে বলে নিশ্চিত করেন এবং এ রড এখন আমি পাহারা দিচ্ছি। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রবীর মুখার্জী বলেন, রডগুলি ফেরত দেওয়া হয়েছে। তবে কত মন রড ফেরত দিয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, আপনারা এসে দেখেন যান, সব রড ফেরত দেওয়া হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাতক্ষীরার উপ পরিচালক দীপক কুমার সাহা জানান, রড চুরির বিষয়টি আমি শুনেছি এবং খোজ নিয়ে জেনেছি বিক্রিকৃত রড ফেরত দিয়েছে। কেন এটা হলো তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।