প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৬:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ৩:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় লিডার্সের আয়োজনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার উপকূলের মানুষের সংকট নিরসনে জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রতিশ্রুতি ও নির্বাচনে ইশতেহারে অন্তর্ভুক্তি করার জন্য নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্ট নামে এক কনভার্সেশন সেন্টারে বেসরকারি সংস্থা লিডার্সের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে ও দৈনিক দক্ষিণে মশালের সম্পাদক অধ্যক্ষ অশোক ই এলাহীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা সিপিপি নেতা কমরেড আবুল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, গণসংগতি আন্দোলন জেলা সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলফাত হোসেন, প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, গণফ্রম নেতা আলিম হোসেন বাবু, ইসলামী আন্দোলনের সাথে সহ-সভাপতি আয়েস ক্রুনি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বেসরকারি সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল।
এ সময় বক্তারা উপকূলের মানুষের নানা সংকটের কথা তুলে ধরে আগামী নির্বাচনের ইশতেহারে অন্তর্ভুক্তি করার কথা বলেন। একই সাথে ক্ষমতায় গেলে উপকূলের মানুষের দুর্ভোগ লাঘবের জন্য তাদের দাবিদাওয়া পূরণ করার জন্য অনুরোধ জানান।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.