প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় যুবজোটের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ আলোচনা সভা ও জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশনে জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জাকির হোসেন লস্কর শেলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু।
জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মিলন ঘোষালের সঞ্চালনায় আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জাতীয় নারী জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি পাপিয়া আহমেদ, জেলা যুব জোটের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এসএম আবদুল আলীম, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চত করা, বেকার ভাতা প্রদান করা, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৩ বছর করা, দুর্নীতি, লুটপাট বন্ধ করা, সুশাসন কায়েম করা, অস্বাভাবিক ও রাজাকার সরকার গঠনের চক্রান্ত রুখে দেওয়ার দবি জানান।
জাতীয় যুব জোট সাতক্ষীরা জেলা কাউন্সিলে আগামী দুবছরের জন্য সর্বসম্মাতিক্রমে মিলন ঘোষালকে সভাপতি এবং এসএম শামীমকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৩৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।