প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৬, ২০২৫, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৫, ১:৪৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন একটি ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। এই পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে এই প্রভাব আরও বেশি প্রকট। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর অধীনে “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প” বাস্তবায়িত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।
মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫ সকাল ১১টায় সাতক্ষীরা সোনারগাঁ কমিউনিটি সেন্টারে, ব্যাক স্বাস্থ্য কর্মসূচি যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মসূচি আয়োজন ও অবহিতকরণ সভার মূল উদ্দেশ্য ছিল—জলবায়ু পরিবর্তনের প্রভাব স্বাস্থ্য ঝুকি
সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা,
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ফরহাদ জামিলের সভাপতিত্বে, এবং ব্রাক হেলথ এর জেলা ব্যবস্থাপক সোহেল রানার
সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ,সাতক্ষীরা সদর ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো :নুরুল ইসলাম,
এছাড়া জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালায়
টিবি কন্ট্রোল প্রোগ্রাম অফিসার আলমা হাবিবা,
ব্রাকের ওসিসিএইচ প্রজেক্ট ম্যানেজার সাদিয়া সুলতানা,ব্রাকের ওসিসিএইচ প্রজেক্ট নতুন ম্যানেজার অমিত কুমার সরকার, পৌরসভার অফিস সহকারি জিয়াউর রহমান কমিউনিটি হেলথ ওয়ার্কার আসমা আক্তার,বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, স্কুল শিক্ষক,আনসার ভিডিপি, মিডিয়া ও প্রিন্টমিডিয়ার সাংবাদিক,সহ কর্মশালায় ১টি পৌরসভা ও ৩ টি ইউনিয়নের ৪০জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
কর্মশালায় জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের উপর ঝুঁকি যেমন সকল প্রকার দুর্যোগ মোকাবেলা, উচ্চ তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা, অতিবৃষ্টি, ও গর্ভবতী নারী,শিশু স্বাস্থ্য, প্রতিবন্ধী, মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত, ডায়াবেটিস,ইত্যাদি'র স্বাস্থ্য বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় ‘যা বাস্তবায়নের জন্যেও অংশগ্রহণকারীদের উপর গুরুত্বারোপ করা হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.