সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল ও ৪০ বোতল ভারতীয় মদসহ বারো লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি । ৭ই নভেম্বর পৃথক পৃথক সময়ে ২০ বোতল ফেনসিডিল ও ৪০ বোতল ভারতীয় মদসহ বারো লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি হয়।
শুক্রবার বিকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
প্রেস ব্রিফিং এ লেঃ কর্নেল
মোঃ আশরাফুল হক জানান, বৃহস্পতিবার পৃথক পৃথক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ২,৫২,০০০ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। নতুনপাড়া নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক, কুশখালী বিওপির শ্বশান ঘাট নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ, কাকডাঙ্গা বিওপির কলারোয়া থানাধীন গেরাখালি ও ভাদিয়ালী নামক স্থান হতে ৫,১২,৯০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি সহ ৪০ বোতল ভারতীয় মদ এবং মাদরা বিওপির কলারোয়া থানাধীন ফুলতলা বাজার ও চান্দা নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। হিজলদী বিওপির শিশুতলা আমবাগান নামক স্থান হতে ৮,০০০ টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় ফেনসিডিল, কলারোয়ার বরই বাগান নামক স্থান হতে ৫৬,৬০০/-টাকা মূল্যের ভারতীয় চমশা ও ঔষধ আটক করে। যা সর্বমোট ১২,১৪,৫০০/- (বারো লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করা হয় । বিজিবি জানান, চোরাচালান রোধে অভিযান অব্যাহত আছে।