সাতনদী ডেস্ক: সাতক্ষীরার কলারোয়ার পাঁচরকি ও সদর উপজেলার বিহারীনগরে বজ্রপাতে ২ ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে জেলাব্যাপী কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। সাথে ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলেন, কলারোয়ার পাঁচরকি গ্রামের কামরুল ইসলাম (৩৬) ও সদর উপজেলার বিহারীনগর গ্রামের আব্দুল্লাহ মোল্যা (৩৫)। কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাড়ির পাশের বিল থেকে বোরো ধান উঠাচ্ছিলেন কামরুল ইসলাম। এসময় বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রাঘাতে কামরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। অপরদিকে, সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের বিহারীনগর পশ্চিম পাড়া গ্রামে বজ্রপাতে আবদুল্লাহ মোল্যা (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। সে ওই গ্রামের মৃত অহেদ বক্সসের পুত্র। এলাকাবাসী জানান, নিহত আবদুল্লাহ মোল্যা আকাশে প্রচুর মেঘ দেখে বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে মাঠে ধান ক্ষেতের জমিতে বিচালির আটি জ্বালি দিচ্ছেলেন। সে সময় আকাশে প্রচন্ড জোরে বিজলী চমকানোর পরেই বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেন।