ইয়ারব হোসেন: বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম ফজলুর রহমান।
কলারোয়া উপজেলা যুগিখালি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, কৃষক ফজলুর রহমান বাড়িতে ছিল। বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।