প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ২:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় ফানুস নাট্যদলের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি: "সবুজ পৃথিবী গড়ি" এই প্রত্যয়ে ফানুস নাট্যদল, সাতক্ষীরার আয়োজনে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫।
বৃহস্পতিবার (৭ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ফানুস নাট্যদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রতীক রুদ্র।
এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আদনান আহমেদ প্রত্যাশা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুন নাহার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান, নুসরাত, নাসরীন নাজরানা, সাদিকসহ দলের অন্যান্য সদস্য, শিল্পী ও কলাকুশলীরা।
সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে ফানুস নাট্যদল জেলার বিভিন্ন পতিত জমি, রাস্তার পাশ ও জলাধারের কিনারে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করবে।
প্রতিষ্ঠাতা প্রতীক রুদ্র বলেন, এই বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎকে সবুজ, সুরক্ষিত এবং রঙিন করার অঙ্গীকার। তিনি সকলকে অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানান।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.