নিজস্ব প্রতিবেদক:
'চাকরি নয়, সেবা'-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি ২০২৩) সকাল ৮টা থেকে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিনের কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় সাতক্ষীরা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
এসময় বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ রাসেলুর রহমান ও খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোঃ হাফিজুর রহমান। নিয়োগ বোর্ডে সহযোগিতা করেন ডাঃ জয়ন্ত কুমার সরকার, সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা ও ডাঃ পারভিন, মেডিকেল অফিসার, সদর হাসপাতাল, সাতক্ষীরা।
এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা হতে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ মোস্তাফিজুর রহমান, এআইজি (এনসিবি),বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা ও মোঃ ওবায়দুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডেভেলপমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা। এসময় সাতক্ষীরা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।