নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ১২৪ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো পুরাতন সাতক্ষীরার শেখ মাহবুবর রহমানের ছেলে শেখ মাসুদুর রহমান (৪৮) এবং শহরের ইটাগাছা এলাকার মৃত গোলাপ গাজীর ছেলে মো. নুরুজ্জামান ময়না (২৮)। সাতক্ষীরা সদর থানা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম এঁর নেতৃত্বে থানার এসআই মো. আজিজ মাহমুদ সঙ্গীয় এএসআই ইব্রাহীম রাসেল, এএসআই শাহানুর আলম সঙ্গীয় ফোর্সসহ একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় সাতক্ষীরা থানাধীন পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়াস্থ হাটখোলা হতে কাবিরাজের মোড়গামী পাকা রাস্তার উপর জনৈক সন্তোষের পুকুরের সামনে হতে আসামী শেখ মাসুদুর রহমান গ্রেপ্তার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে একশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর একটি অভিযানে থানার এসআই মো. হাসানুর রহমান, এএসআই মো. আসাদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন ইটাগাছাস্থ ইকরা একাডেমির পাশে জনৈক মো. আশরাফ আলীর কাঠের আসবাবপত্র এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মো. নুরুজ্জামান ময়নাকে গ্রেপ্তার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে তার হেফাজত হতে মোট চব্বিশ পিস ইয়াবা ট্যাবলেট আটক করা হয়। উভয় ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীদ্বয়কে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।