
সাতক্ষীরায় পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট সিদ্দিক আহমেদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরার আয়োজনে শহরের তুফান কনভেনশন সেন্টারে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় জাবি এ্যালামনাই এসোসিয়েশন সাতক্ষীরা সহ-সভাপতি মোঃ গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ন.ম.গাউছার রেজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ডিআইওয়ান মনিরুল ইসলাম, জনতা ব্যাংক বাকাল শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, সাতক্ষীরা ইসলামী হসপিটালে ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

