নিজস্ব প্রতিবেদক: পাল্টাপাল্টি কর্মসুচি দিয়ে বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রজনতার নেতৃত্বে শিশু আছিয়া গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে প্রথমে ১টা ৫০ মিনিটে খুলনা রোড মোড়ে শিশু আছিয়ার গায়েবানা জানাজা নামাজ আদায় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে ইমামতি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসাইন। এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরার সদস্য সচিব সুহাইল মাহদিন সাদি ও যুগ্ম সদস্য সচিব নাজমুল হোসেন রনি প্রমূখ। পরে ২টা ২০ মিনিটে আসিফ চত্ত্বরে পাল্টা গায়েবানা জানাজা আদায় করেন সাধারণ ছাত্র-জনতা। এতে ইমামতি করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটার মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি ও ছাত্র সমন্বয়ক ইমরান হোসেন, সাবেক সহ-সভাপতি রবিউল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাতক্ষীরা জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র মেহেদি হাসান, সাকিব হাসান ও ইব্রাহিম খলিল প্রমূখ। এসময় সকলে শিশু আছিয়া আত্মার মাগফেরাত কামনা করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবী জানান।