নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উপলক্ষ্যে ''সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি'' এই প্রতিপাদ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সুইজারল্যান্ডের অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং অগ্রগতি সংস্থার বাস্তবায়নে আশ্বাস প্রকল্পের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২২ উপলক্ষ্যে ''সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি'' এই প্রতিপাদ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, উপজেলা যুব উন্নয়ন অফিসার সঞ্জীব কুমার দাস, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছা: হিরা খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্বল প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী।
এসময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা বলেন, আশ্বাস প্রকল্পের সকল সারভারসহ সকল নারীদের উদ্দেশ্যে আত্মনির্ভরশীলতার দিকে গুরুত্ব আরোপ করতে হবে।
পরিচয়পর্ব দিয়ে সেশনের আলোচনা শুরু হয়। আলোচনার শুরুতে অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী অসিত ব্যানার্জী নারী নির্যাতনের সমীক্ষা, বাল্য ও বহু বিবাহ এবং আশ্বাস প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে নারী অধিকার এবং মানবপাচারের সারভাইভার ও কমিউনিটির অভিব্যক্তি ও বক্তব্য উপস্থাপন করেন আশ্বাস প্রকল্পের দুইজন নারী সারভাইভার।
আলোচনাসভা শেষে ২৫ জন সারভাইভারকে বিভিন্ন সবজি বীজ অর্থনৈতিক কর্মকান্ডে উৎসাহিত করার জন্য প্রদান করা হয়।