প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২০, ১২:১৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু
ইয়ারব হোসেন: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সকাল ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকের হেলপারকে আটক করেছে।
নিহত শিশুটির নাম আরিফুল ইসলাম {১২}। সে সদরের গোবিন্দকাঠি গ্রামের আরিজুল হোসেনের ছেলে।
পুলিশ জানায় আজ সকাল ১১ টার দিকে বালি ভর্তি ট্রাক সদরের ঝাউডাঙ্গা বাজার থেকে গোবিন্দকাঠি যাচিছল।শিশু আরিফুল ইসলাম সাইকেল চালিয়ে বাজার নিয়ে বাড়ি যাচিছল।পথিমধ্যে পিছন থেকে ট্রাকটি ধাক্কা দিলে তার মাথার উপর ট্রাক উঠে গেলে ঘটনাস্থলে মারা যায়। ট্রাক চালক পালিয়ে যায়।ট্রাকসহ হেলপারকে আটক করেছে জনতা।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.