নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাতক্ষীরা পরিবহন কাউন্টার এলাকা থেকে শুরু হওয়া র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়। উৎসবমুখর এ আয়োজনকে কেন্দ্র করে জেলা শহর ছিল ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এড. কামরুজ্জামান ভুট্টু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শেখ তারিকুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক আনারুল ইসলাম, রুহুল আমিন পাড় প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোরশেদ মিলন, খালিদ হাসান সুমন, রাজিবুল ইসলাম রাজীব, সাদ্দাম হোসেন, তানভীর মুজিদ, মহসিন আলম, মোখলেসুর রহমান, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী আহসান খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হাসান খান হাবলু, সদস্য সচিব আজিজুর রহমান সেলিম, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সারোয়ার, সদস্য সচিব জাকির হোসেন আফিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ পাড়, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মাসুম বিল্লাহ, থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম হিমু, স্বেচ্ছাসেবক দলের সদস্য গোলাম রাব্বি প্রমুখ। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে অংশ নেন।