নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীনের সঙ্গে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শ্যামনগর উপজেলার শিক্ষকরা। এ সময় জেলার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়ন ও মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। রোববার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকরা হচ্ছে মূল চালিকাশক্তি। প্রশাসন ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা শিক্ষাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে পারে।”
এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোজাফফর উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আলমগীর হোসেন, মো. সোহাগ হোসেন ও মো. জহুরুল ইসলাম।
শ্যামনগর উপজেলা শিক্ষক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি দীনেশচন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক শেখ তরিকুল ইসলাম, সহ-সভাপতি আজগার আলী ও আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম শাহজাদা হোসেন, ক্রীড়া সম্পাদক রিয়াজুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক সুলাইমান হোসেন।
এ ছাড়া হায়বাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হেলাল, প্রধান শিক্ষক গণেশচন্দ্র সাহা ও ওমর ফারুকসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষক নেতারা বলেন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতিতে জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বিত উদ্যোগ আরও জোরদার হলে প্রাথমিক শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।