সংবাদদাতা:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং দর্জি ও এমব্রডারি প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা সরকারি কলেজ রোডস্থ প্রতিষ্ঠানের অফিসে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলার শাখার সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদা আক্তার বানু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলার শাখার সদস্য ফারজিনা নাহিদ নিগার, আনিয়া সুলতানা, রুমা রানী বরকন্দাজ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলার শাখার জেলা কর্মকর্তা মো. মোতাছেম বিল্লাহ, মাঠ সমন্বয়কারী শেখ মোকছেদ আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম সিম্মি প্রমুখ। এসময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলার শাখার ৩০ জন প্রশিক্ষাণার্থীর মাঝে ২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা ভাতা প্রদান করা হয়। এসময় জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলার শাখার কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষাণার্থীরা উপস্থিত ছিলেন।