নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্ট চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ঘোষিত তালিকায় সাতক্ষীরা ১ (তালা ও কলারোয়া) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, সাতক্ষীরা ২ (সাতক্ষীরা সদর) জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা ৩ (আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ আংশিক) এড. মো. আলিফ হোসেন এবং সাতক্ষীরা ৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনে কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সভাপতি মো. মাহবুবুর রহমান।