প্রেস বিজ্ঞপ্তিঃ সাতক্ষীরায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন করা হয়েছে।রোববার দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। শেখ শরিফুজ্জামান তুহিনকে সভাপতি ও মো শের আলীকে সাধারন সম্পাদক করে১৯সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।কমিটির অনান্য সদসদের দের মধ্যে উপদেষ্টা পদে রয়েছে আইনুল ইসলাম নান্টা, মো শরিফুল আলম বাবু, সহ-সভাপতি আনারুল ইসলাম, গোলাম রসুল, আলী শাহিন, যুগ্মসম্পাদক পদে শেখ ফরহাদ হোসেন তপু,খন্দকার মোস্তফা বিন সানি,ক্যাশিয়ার আলহাজ্জ্ব আব্দুর রব দপ্তর সম্পাদক মো আসাদুজ্জামান চাঁদু,প্রচার সম্পাদক মো জাহাঙ্গীর হোসেন,সদস্য শাহিনুর রহমান বাবু,ডালিম হাওলাদার, রাহিদুল ইসলাম,মো আলমগীর হোসেন,সিজি এম আসিফ রানা, মো মাসুদরানা সবুজ,কাজী রমিউল করিম রুমন।