স্টাফ রিপোর্টার : শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল ।সোমবার বিকাল ৫ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলা শাখা সাতক্ষীরা শহরের নিউ মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে পাকাপুল মোড় হয়ে সদর থানা সড়ক প্রদক্ষীণ করে পি এন স্কুলের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, সদর থানা ছাত্রদলের আহবায়ক মজ্ঞুরুর আলম বাপ্পি, সদস্য সচিব সোহেল রানা, জেলা ছাত্রদল নেতা দুভায়েভ মাসুদ অর্ঘ, পৌর ছাত্রদলের আহবাহক আইউব আলী, সদস্য সচিব শাহিন ইসলাম সহ জেলার অন্তর্গত শহর ইউনিট সকল কলেজের নেতৃবৃন্দ ।