প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ছাত্রদলের উদ্যোগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন
নিজস্ব প্রতিনিধি: ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে সরকারি কলেজ ও শহরের বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) এ কর্মসূচির মাধ্যমে ছাত্রনেতারা ১৯৭৫ সালের ঐতিহাসিক এই দিনের তাৎপর্য ও পটভূমি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্যসচিব মো. শাহিন ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, ডে নাইট কলেজ ছাত্রদলের সদস্যসচিব তামিম, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কুরাইশি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. আকবর হোসেন, ডে নাইট কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, পৌর ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম, সহসভাপতি বিল্লাল, কলেজ ছাত্রনেতা বাইজিদ, ফাহিম, আসলাম, নাইম, রাহিব প্রমুখ।
এ সময় শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন। এই দিনে সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রেখেছিল। আমরা চাই, নতুন প্রজন্ম এই দিনের প্রকৃত ইতিহাস জানুক এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হোক।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.