নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা, সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৪ রমজান (১৬ এপ্রিল) বিকালে শহরের বাজার কারি কিচেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে (সাবেক ইন্ডিয়ান মাসালা পার্টি সেন্টার) অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক রোটারিয়ান শফিউল ইসলাম, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মোঃ আবুল কালাম। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার আব্দুল গফফার। এসময় জেলা সহ সভাপতি হাবিবুর রহমান, আলহাজ্ব আশরাফ হোসেন বাবু, জেলা যুগ্ম সম্পাদক অনির্বাণ সরকার, নান্টু পদ পাল, অপূর্ব মজুমদার, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মোঃ অহেদুজ্জামান, কোষাধ্যক্ষ আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক এম এ হাসান, কলারোয়া উপজেলা সভাপতি নজরুল ইসলাম, পৌর সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, জেলা সদস্য মফিজুল ইসলাম, লাবসা ইউনিয়ন সভাপতি আনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, আক্তার হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক ডাঃ আবুল বাসার।