শ্যামনগর প্রতিবেদক ঃ সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে গণসংহতি আন্দোলন (জিএসএ) প্রার্থী আলফাত হোসেনের প্রাণনশের হুমকি ও ফেসবুকে অপপ্রচার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত সোমবার রাতে শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আলফাত হোসেন এর নিজ উপস্থিতিতে ওই জিডি করেন। শ্যামনগর থানার এসআই আনজীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জিডিতে বলা হয়েছে, আমি "গনসংহতি আন্দোলন (জিএসএ)" সাতক্ষীরা জেলার সংগঠক হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছি। আমি উক্ত রাজনৈতীক দলের মনোনিত সাতক্ষীরা ০৪, শ্যামনগর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী। উল্লেখিত বিবাদীর সহিত আমার রাজনৈতীক শত্রুতা চলে আসিতেছে। উক্ত শত্রুতার জের ধরে গত ইং. ১৪/১২/২০১৫ তারিখ বিকাল অনুমান ০৪.৩০ ঘটিকায় আমি বাড়ীতে না থাকা কালিন সময় উল্লেখিত বিবাদী আমার বসত বাড়ীর সামনে রাস্তার উপরে আসিয়া আমাকে ও আমার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালি-গালাজ করতে থাকে। আমার মাতা মোছাঃ রাফিজা বেগম নিষেধ করলে বিবাদী বিভিন্ন ধরনের ভয়ভীতি দিয়ে বলে যে, আমাকে সুযোগ পাইলে মারপিট জখম করবে, আমার ও আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানী করবে, আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করে দেবে, সমাজে সর্বস্তরের মানুষের নিকট আমাকে খারাপ, মিথ্যা, বাজে কথা লুটাবে মর্মে হুমকি প্রদান করে চলে যায়। পরবর্তীতে আমি পরে বাড়ীতে এসে আমার পরিবারের নিকট বিস্তারিত শুনি ও জানি। ঐ দিন অথাৎ গত ইং- ১৪/১২/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.৩০ ঘটিকায় নিজ বাড়ীতে থেকে ফেসবুক চালানো কালিন সময় Bd Alamin নামক ফেসবুক আইডি, যাহার লিংক- https://www.facebook.com/share/p/1GgzFGhh/রা আমার নাম, ছবি ও ব্যক্তিগত তথ্য দিয়ে ক্যাপশনে ও কমেন্টে মিথ্যা খারাপ বানোয়াট কথাবার্তা লেখে পোষ্ট করে। যাহা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। আমার আশঙ্কা হইতেছে কমেন্টকৃত উক্ত ফেক ফেসবুক আইডি উল্লেখিত বিবাদীর অথবা তার সঙ্গীয় লোকের ফেসবুক আইডি। এমতাবস্থায় আমার আশঙ্কা হইতেছে উল্লেখিত বিবাদী যে কোন সময় মারপিট জখম করতে পারে, উল্লেখিত ফেসবুক আইডি বা যে কোন ফেক আইডি দ্বারা আমার ও আমার পরিবারের সদস্যদের সমাজের চোখে সম্মানহানী, হেয়েও প্রতিপন্ন ও সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী বা ধর্মীয় বিরোধী যে কোন কিছু লিখে বা পোষ্ট করে ক্ষতি করতে পারে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন।
প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের বিষয়ে আলফাত হোসেন বলেন, ‘নির্বাচন সামনে রেখে একের পর এক নানামুখী ষড়যন্ত্র মোকাবিলা করতে হচ্ছে। আমার রাজনৈতিক দলীয় মাথাল প্রতীকের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অভাবনীয় সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক মাধ্যমে নানা অপতথ্য ছড়াচ্ছে।অন্যদিকে সরাসরি ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনের সাথে যুক্ত থাকায় আওয়ামীলীগের দোসর আমার নির্বাচনী এলাকার কোনো এক প্রতিপক্ষের ছত্রছায়ায় হামলার হুমকি দিচ্ছে আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্রকারীরা।
এসআই আনজীর হোসেন জানান, জিডি হয়েছে। হুমকি ধামকি ও অপ্রচারের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
