
ইয়ারব হোসেন সাতক্ষীরা: আজ ভোরে করোনা উপস্বর্গ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামে। তার নাম খাইরুল ইসল(৫৫}।
জানা গেছে ,খায়রুল ইসলাম একজন ভ্যান চালক। সে কাজের জন্য ইটভাটায় চিটাগাং যায়। সম্প্রতি সে বাড়িতে আসে।পরে তার বাড়ি লাল পতাকা দিয়ে লকডাউন করা হয়।সে লকডাউন না মেনে এলাকায় ঘোরাঘুরি, ধান কাটা সহ,চৌবাড়িয়া বৈচনা সম্মিলিত জামে মসজিদে নামাজ আদায় করতো।পুলিশ তার বাড়িতে গেছেন। বাড়িতে কাউকে খুজে পাওয়া যায়নি।