আকবর হোসেন ,তালা: সাতক্ষীরার তালায় এক এনজিও কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় তার বাড়ী সহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। আক্রান্ত ব্যক্তি সাতক্ষীরা জেলার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কাপাসডাঙ্গা গ্রামের বাসিন্দা । তার বাবার নাম প্রভাষ সরকার, মা আরতী সরকার। তিনি সাতক্ষীরা ঋশিল্পী তে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ।
গত কয়েকদিন থেকে তার মাথা ব্যথা এবং হালকা জ্বর থাকায় তালা হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ টিম তার থেকে বিগত ২৮ এপ্রিল ২০২০ খ্রিস্টাব্দে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য প্রেরণ করে।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল’২০২০) খ্রিস্টাব্দে সাতক্ষীরার সিভিল সার্জন তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসা নিশ্চিত করেন এবং তাৎক্ষণিক প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
এর প্রেক্ষিতে তালা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা রাজিব সরদারের নির্দেশে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন ডাক্তার এবং পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সমন্বয়ে একটি টিম গঠন করা হয়। উক্ত টিমের সদস্যরা রোগীর বাসায় গিয়ে আক্রান্ত রোগীর বাড়ি সহ আশেপাশের ১০ টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। এছাড়া নিরাপদ দূরত্ব বজায় রাখতে রোগী এবং তার আত্মীয় স্বজনদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
রোগীর উপসর্গ মৃদু হওয়াই প্রয়োজনীয় নিয়ন কানুন মেনে তাকে বাসাতে থাকার জন্য বলা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হলে করণীয় সম্পর্কে অবহিত করা হয়।
রোগী সন্দেহজনক কারো সংস্পর্শে আসছে কিনা তা বলতে না পারায়, তার সংস্পর্শে যারা আসছে তাদের কন্টাক্ট ট্রেসিং করে বের করে তাদের হোম কোয়ারান্টাইন এবং প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে স্থানীয় সরকার এবং পুলিশ বাহিনীকে অবহিত করা হয়।