দুই উপজেলা চেয়ারম্যানসহ নতুন তিন মুখ
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩টি আসনে প্রার্থী পরিবর্তন করেছেন। সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৪ আসনে নতুন প্রার্থী দেওয়া হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী সাতক্ষীরা -১ (তালা-কলারোয়া) আসনে ফিরোজ আহম্মেদ স্বপন, সাতক্ষীরা-২ আসনে (সদর) বর্তমান উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৩ আসনে বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক এবং সাতক্ষীরা-৪ আসনে বর্তমান উপজেলা চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলনকে দলীয় প্রতিক নৌকা মনোনয়ন দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাতক্ষীরা ৪ আসনে বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হককে টানা পঞ্চম বারের মতো মনোননয়ন দেওয়া হয়েছে। এছাড়া সাতক্ষীরা ২ আসনে বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পরিবর্তে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আসাদুজ্জামান এবং সাতক্ষীরা ৪ আসনে বর্তমান সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের পরিবর্তে শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলনকে এবং সাতক্ষীরা ১ আসনে কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি (রবিবার) একযোগে সারা দেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।