সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল'র সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান এর সঞ্চালনায়
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বদরুদ্দোজা, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.জয়ন্ত সরকার, আশাশুনি উপজেলার সহকারী কমিশনার (ভৃমি) ফয়সাল আহমেদ, জেলা ফুটবল দলের কোর্স একবাল কবীর বাপ্পি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জিল্লুর রহমান,মোহিনী তাবাসসুম ও মুফাচ্ছিনুল ইসলাম , শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এম এম এনামুল ইসলামসহ জেলার বিভিন্ন কলেজের প্রধিন শিক্ষক, ক্রীড়া শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও মাদকমুক্ত জীবনের পথে এগিয়ে নিতে হবে।