
নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা শহরের মিল বাজারে বিজিবি ক্যাম্পের সামনে শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় অত্যাধুনিক আসবাবপত্রের শোরুম ‘অ্যান্টিকস ফার্নিচার’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, ধর্মীয় ব্যক্তিত্ব ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশীয় কারিগরদের নৈপুণ্যে তৈরি মানসম্মত আসবাবপত্র আমাদের ঐতিহ্য ও দক্ষতার পরিচায়ক। ‘অ্যান্টিকস ফার্নিচার’ উদ্যোগটি স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও মানসম্পন্ন পণ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অন্যান্য বক্তারা বলেন, এই শোরুমের মাধ্যমে সাতক্ষীরাবাসী এখন নিজেদের পছন্দমতো আধুনিক নকশার মানসম্পন্ন আসবাবপত্র সহজেই ক্রয় করতে পারবেন।
এ সময় প্রধান অতিথি ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সেখানে প্রদর্শিত বিভিন্ন আসবাবপত্র ঘুরে দেখেন। অনুষ্ঠানের শেষে ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।