
রমজাননগর (শ্যামনগর)প্রতিনিধি: দৈনিক কালেরচিত্র পত্রিকার শ্যামনগর উপকূলীয় প্রতিনিধি শাহিদুজ্জামান লিয়নের খালা নাছিমা বেগম (৪০) আর নেই ( ইন্না নিল্লাহি ……. রাজিউন)।অঅশাশুনি উপজেলার উত্তর দাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা খাতুন বুধহাটার মনিরুল ইসলামের স্ত্রী। বৃহস্পতিবার ভোর রাত ৩.২২ মিনিটে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যকালে তিনি স্বামী , দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।