নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দৈনিক গ্রামের কাগজের দেবহাটা উপজেলা প্রতিনিধি রফিকুর ইসলামের শ্বশুর হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি আকষ্মিক ষ্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কালীগঞ্জ উপজেলার বাগবাটি এলাকার শুইলপুর গ্রামের বাসিন্দা। গত ৪দিন আগে ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হলে সখিপুর হাসপাতাল থেকে সাতক্ষীরা সিবি হাসপাতাল পরবর্তীতে সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেন।