প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ১০:২১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ
সাংবাদিক মনি আর নেই : ঝাউডাঙ্গা প্রেসক্লাবের শোক
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূতের নিজস্ব প্রতিনিধি, ঝাউডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনি(৪৮) শনিবার (২০ই ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাচিমপুর গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, কলেজ পড়ুয়া এক ছেলে ও স্কুল পড়ুয়া এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রতিষ্ঠাকাল থেকে দৈনিক পত্রদূতের সাথে যুক্ত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম মনি দীর্ঘদিন ধরে হৃদরোগ সমস্যায় ভুগছিলেন। শনিবার সকালে ফসলের মাঠে কাজ করার সময় হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাচিমপুর নিজস্ব বাসভবন প্রাঙ্গণে বাদ যোহর জানাজার নামাজ শেষে তাকে দাফনের জন্য নেওয়া হয় পৈত্রিকভিটা কলারোয়ার কুশুডাঙ্গায় গ্রামের বাড়ীতে। সেখানে পারিবারিক কবরস্থানে পিতা মরহুম আহাদ আলীর কবরের পাশে দাফন করা হয় সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঝাউডাঙ্গা প্রেসক্লাবসহ বিভিন্ন মহল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। সাংবাদিক মনিরুল ইসলাম মনির মৃত্যুতে ঝাউডাঙ্গা প্রেসক্লাবের পক্ষে শোক প্রকাশ করে বিবৃতি দেন প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি জি.এম আবুল হোসাইন, সাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক ডা. আবু হাসান, দপ্তর সম্পাদক হাসিবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হুদা, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, কার্যনির্বাহী সদস্য এস.এম আব্দুল্লাহ, কবিরুল ইসলাম প্রমূখ।
সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, মরহুম মনিরুল ইসলাম মনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তার অবদান সাংবাদিক সমাজ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার অকাল মৃত্যুতে আমরা একজন আদর্শ সহকর্মী ও মানবিক মানুষকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি। (প্রেস বিজ্ঞপ্তি)
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.