দৈনিক পত্রদের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মনিরুল ইসলাম মনি ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার হৃদ্যোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
সাংবাদিক মনির প্রয়াণে গভীর শোক প্রকাশ করে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক নেটওয়ার্ক, সাতক্ষীরা’র সভাপতি ফারুক রহমান, সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান এবং সংগঠনের সকল পর্যায়ের সদস্য ও নেতৃবৃন্দ।
শোক বার্তায় নেটওয়ার্কের নেতৃবৃন্দ বলেন, তরুণ সাংবাদিক মনিরুল ইসলাম মনির অকাল মৃত্যুতে সাতক্ষীরা সংবাদপত্র জগত একজন উদীয়মান তরুণ সাংবাদিককে হারিয়েছে। তার পরিবার হারিয়েছে অভিভাবককে। আমরা মরহুমের আত্মার শান্তি কামনা এবং পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি।

