
নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দৈনিক লাখো কন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক ফিরোজ হোসেনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সাতক্ষীরার বিনেরপোতা এডভোকেট আব্দুর রহমান কলেজে দুর্নীতি সংবাদ সংগ্রহ করায় তাকে এই হুমকি দেয়া হয়। গত ২৩ ফেব্রুারি মঙ্গলবার আব্দুর রহমান কলেজের সংবাদ সংগ্রহ শেষে ফিরোজ সাতক্ষীরার ইসলামী হাসপাতাল এলাকায় অবস্থান করলে দশ-বারো জন অজ্ঞাত ব্যক্তি তাকে খুঁজতে থাকে। ফিরোজ হোসেনকে না পেয়ে ০১৭২৯ ৩৮০৩১৬ নং মোবাইল নম্বর থেকে তাকেঅজ্ঞাত স্থানে যেতে বলে হত্যার হুমকি দেয়া হয়। এ সময় সাংবাদিক ফিরোজ তাকে সে সাতক্ষীরা প্রেসক্লাবে যাওয়ার কথা বললে তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে ফোন কেটে দেয়া হয়। এ ব্যাপারে সাংবাদিক ফিরোজ সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।