নিজস্ব:গাজীপুরের স্থানীয় দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে পাটকেলঘাটায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৯ আগস্ট ) বিকেল সাড়ে ৫টায় পাটকেলঘাটা প্রেসক্লাবের আয়োজনে পাঁচরাস্তা মোড়েপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য দেন , পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রুপালী বাংলাদেশের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আব্দুল মোমিন , সাধারন সম্পাদক ও দৈনিক নয়াদিগন্তের তালা প্রতিনিধি মো. ইয়াছিন আলী সরদার, প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক দৈনিক নিরপেক্ষ পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি মো. শাহিন আলম দৈনিক সংগ্রাম পত্রিকার পাটকেলঘাটা সংবাদাতা ও প্রেসক্লাবের সহ সভাপতি নাজমুল হক খান , প্রভাষক নাজমুল হক, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী, মোহনা টেলিভিশনের তালা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক খান আতাউর রহমান নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন সানজিদুল হক ইমন, মো. আক্তারুজ্জামান প্রমুখ ।এসময় বক্তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, এটি মুক্ত গণমাধ্যম ও সত্য প্রকাশের ওপর বর্বর আঘাত। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দুর্নীতি ও অনিয়ম উন্মোচন করেন, অথচ তাদের নিরাপত্তা নিশ্চিত না করে অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে।
বক্তারা আরো বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার দুঃসাহস না দেখায়। একইসাথে দেশে কর্মরত প্রতিটি সাংবাদিকের রাষ্ট্রীয় নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি করতে হবে ।অবিলম্বে তুহিন হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা।
মানববন্ধনে পাটকেলঘাটার স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।