নিজস্ব প্রতিবেদক: সংবাদ প্রকাশের জের ধরে জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংশভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৭জুন) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক ও মানবাধিকার কর্মী এড. আজহার হোসেন, দৈনিক সাতক্ষীরা সংবাদের স্টাফ রিপোর্টার ও জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি মোজাফ্ফর রহমানের, দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনধি সেলিম রেজা মুকুল, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজপোর্টাল সমাজের আলোর সম্পাদক ইয়ারব হোসেন, ভোরের কাগজের জেলা প্রতিনিধি মশিউর রহমান ফিরোজ, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিন প্রমুখ।
জেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক ও মানবাধিকার কর্মী এড. আজহারুল হোসেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ (সাংবাদিকরা) যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে রাষ্ট্রের বাকি তিন স্তম্ভ সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে। নাদিম হত্যার জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সারাদেশে সাংবাদিকদের হত্যা এবং মামলা দিয়ে হয়রানি বন্ধে সরকার ও আইন শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। তিনি বলেন, শেখ হাসিনার সরকার সাংবাদিকবান্ধন সরকার। শুধু জামালপুরের নাদিম নয়, সারাদেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জ্যোস্না আরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা এতটাই ভীত যে, অপরাধ চাপা দিতে একজন নির্ভীক সাংবাদিককে তারা হত্যা করেছে। আ.লীগের নাম ভাঙ্গিয়ে যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে বাংলাদেশের কোন প্রান্তে আর কোন সাংবাদিককে সংবাদ প্রকাশের জন্য জীবন দিতে না হয়।
জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন বলেন, ‘আওয়ামীলীগ নামধারী ওই চেয়ারম্যানের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ঘটনায় সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে, এটি অত্যান্ত ন্যাংকারজনক ঘটনা। চেয়ারম্যানসহ হত্যাকান্ডে জড়িতদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, আজকের এই মানববন্ধন থেকে হত্যাকান্ডে জড়িত সকলকে গ্রেপ্তার এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
মানববন্ধনে সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান বলেন, ‘জামালপুরের সাহসী সাংবাদিক নাদিম স্থানীয় চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এ মামলা খারিজ হওয়ার পর চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ক্ষিপ্ত হন এবং লোকজন দিয়ে নাদিমের ওপর হামলা করেন এবং নৃশংসভাবে হত্যা করেছে। র্যাব কর্তৃক ইতোমধ্যে হামলাকারীদের সনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যা মামলাটি যাতে ভিন্ন খাতে না যায় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে তিনি বলেন, দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এসময় তিনি সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি মোজাফ্ফর রহমান বলেন, ‘জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার ঘটনাটি প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। যে কারণে অল্প সময়ের মধ্যে আসামীরা আটক হয়েছে। সাংবাদিকদের মধ্যে বিভাজন থাকলে শত্রু পক্ষরা সুযোগটি কাগে লাগায়। ফলে এ ধরনের ঘটনা আমরা লক্ষ্য করি। এজন্য আমি সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।’
আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসিম বরণ চক্রবর্তী বলেন, ‘ইতোমধ্যে নাদিম হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা বিশ্বাস করি, নাদিম হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে। তিনি আরো বলেন, সাংবাদিকরা ঐক্যবদ্ধ না থাকায় অপরাধীরা এ ধরনের কর্মকান্ড করতে সাহস পাচ্ছে। সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সাংবাদিকতার নীতিমালা মেনে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকতা করার আহবান জানান তিনি।’
মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজপোর্টাল সমাজের আলোর সম্পাদক ইয়ারব হোসেন বলেন, ‘জামালপুরে নাদিম হত্যায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকবান্ধব। যদি শেখ হাসিনার হাতে থাকে দেশ, সাংবাদিকরা থাকবে নিরাপদ।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন একুশের সংবাদের আব্দুর রশিদ, সময়ের কষ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নুুর মনোয়ার হোসেন, সমবাংলার হাবিবুর রহমান বাবু, দৈনিক খুলনার জেলা প্রতিনিধি ঈমান আলী, দৈনিক কালান্তর পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রহমান, আব্দুল ওয়াহাব, দৈনিক সাতনদীর রুবেল হোসেন, একুশে নিউজের শাপলা খাতুনসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশিগঞ্জের পাথাটিয়া এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। নিহত নাদিম বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন।
সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট