লিটন ঘোষ বাপি: সাতক্ষীরা জেলা হিন্দু পরিষদের সদস্য সচীব, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও বাংলা টিভির সাতক্ষীরা প্রতিনিধি গোপাল কুমার মন্ডলের সুস্থ্যতা কামনায় শ্যামনগর যশোরেশ্বরী কালীমাতা মন্দিরে পূজা অনুষ্ঠিত হয় ।
সোমবার সকালে জেলা যুব পরিষদের সদস্য সচীব মনোদ্বীপ কুমার মন্ডলে ও জেলা হিন্দু পরিষদের সদস্য শ্রীনিবাস দাসের আমন্ত্রনে উক্ত মন্দিরে পূজা দিতে যান সাতক্ষীরা জেলা হিন্দু পরিষদ, জেলা যুব পরিষদ ও জেলা ছাত্র পরিষদের সকল নেতৃবৃন্দ ।
বিগত কয়েকদিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গোপাল কুমার মন্ডল এর পিত্ত থলিতে পাথর অপারেশন করা হয় এবং এখন তিনি বর্তমানে বাসায় আছেন ।
তাহার দ্রুত সুস্থতা কামনা করেছেন, হিন্দু পরিষদের কেন্দ্রিয় কমিটি, জেলা হিন্দু পরিষদের উপদেষ্টা এ্যাড সোমনাথ ব্যানার্জী, জেলা হিন্দু পরিষদের স্বমন্বয়ক এ্যাড পঙ্কজ মল্লিক, হিন্দু পরিষদের অন্যতম নেতা সাইপ্রাস প্রবাসী সুজিত কুমার মৃধা, জেলা হিন্দু পরিষদের আহবায়ক সুজন ঘোষ সহ সকল কমিটির নেতৃবৃন্দ ।