নব কুমার দে, তালা: পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় ২৮ অক্টোবর ঢাকায় বি এন পির মহা সমাবেশে সাংবাদিকদের উপর ও পুলিশ প্রশাসনের উপর যে নির্মম হত্যাযোগ্য চালিয়েছে তার প্রতিবাদে পাটকেলঘাটা প্রেসক্লাবের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম এম জামান মনি। বক্তব্য রাখেন পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ সভাপতি নাজমুল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সাধু, প্রেসক্লাবের সদস্য আবু হোসেন, রায়হান হোসেন, শাহীনুর রহমান, শাহীন আলম, বিশ্বজিৎ চক্রবর্তী, মাহাফুজুর রহমান মধু, আবদুল মতিন প্রমুখ। সমাবেশে একাত্মতা ঘোষণা করেন পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, তালা উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক বিশ্বাস আনোয়ার হোসেন।
সাংবাদিক ও পুলিশের উপর হামলায় পাটকেলঘাটায় প্রতিবাদ সমাবেশ
পূর্ববর্তী পোস্ট