নিজস্ব প্রতিবেদক: সংবাদ প্রকাশের জেরে দৈনিক খুলনার জেলা প্রতিনিধি, দৈনিক সাতনদীর নিজস্ব প্রতিবেদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাতক্ষীরাস্থ বাকাল এলাকার জাফফার ঢালীর পুত্র ইমান আলীকে হত্যার হুমকী দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক ইমান আলী শুক্রবার (২৭ অক্টোবর) সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার জিডি নং ১৫৯৩।
উল্লেখ্য গত ২৪ অক্টোবর শহরের বাকালে জমি দখলকে কেন্দ্র করে ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি রমজান আলীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। সাংবাদিক ইমান আলী উক্ত ঘটনার ভিডিও চিত্র ধারণ করে যা দৈনিক সাতনদী পত্রিকার অনলাইনে প্রকাশ করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত ২৬ অক্টোবর বিকালে শহরেরে বাকাল বাইপাস সড়ক এলাকায় সাংবাদিক ইমান আলীকে পথরোধ করে নাহিদ হাসান, সিরাজুল ইসলাম, রিপন হোসেন ও আব্দুল গফফার ঢালী সাংবাদিক ইমান আলীকে গালিগালাজ করে ও জীবন নাশের হুমকী দেয়।
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম জানান, “সাংবাদিক ইমান আলী থানায় একটি জিডি করেছেন যা তদন্তাধিন রয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”