
আহাদুর রহমান: শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সাতক্ষীরার সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম. রুহুল হক এমপি।
সকাল ৯টায় নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে তিনি যশোরে আসবেন। তারপর সড়ক পথে সাতক্ষীরা। বেলা ১১টায় সাতক্ষীরার সার্কিট হাউজে তিনি এক সৌজন্য সাক্ষাতে ও চা পর্বে সাংবাদিকদের সাথে মিলিত হবেন। এরপর তিনি নিজ নির্বাচনী এলাকায় যাবেন বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচীতে যোগদানের জন্য।