নিজস্ব প্রতিবেদক: তালায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে পাটকেলঘাটায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় পাটকেলঘাটা বাজারে প্রেসক্লাবের সদস্যরা এই কর্মসূচি আয়োজন করেন। এসময় বক্তারা বলেন, তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে দুই সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই হামলা সাংবাদিকতার স্বাধীনতার ওপর আঘাত হিসেবে বিবেচিত হয়েছে। সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের হামলা মেনে নেওয়া হবে না। এসময় হামলার প্রতিবাদে সারাদেশে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সবশেষে বক্তারা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।