আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুরে বিভিন্ন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সফলতা প্রচারে লিফলেট বিতরণ করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। শনিবার (৭ অক্টোবর) বিকাল ৫ টায় কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর চৌমুহনী বাজারে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পরে নেতা কর্মীদের উপস্থিতিতে উন্নয়ন প্রচারে গনসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারন সম্পাদক এনামূল হোসেন ছোট, বিষ্ণুপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি নুরুল হক, সাধারন সম্পাদক নিরঞ্জন পাল বাচ্চু, মথুরেশপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, কৃষ্ণনগর ইউনিয়ন আ'লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, মৌতলা ইউনিয়ন আ'লীগের সভাপতি দুলাল চন্দ্র ঘোষ প্রমুখ।