স্টাফ রিপোর্টার: সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে একাদশ বর্ষের শিক্ষার্থীদেরবরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
এসময় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ফুল, চকলেট ও রুটিন শিট উপহার দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকগন, দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের আহবায়ক নাজমুল হুদা রুন্টি, সভাপতি ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক এস এম তানজিম মতিন, ছাত্র ছাত্রী বিষয়ক সম্পাদক শিলা পারভিন, ছাত্র নেতা ইমন হোসেন, মেহেদী হাসান ও সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের সদস্য বিন্দু এবং নবীন ছাত্র ছাত্রী।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ছাত্রদল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে সকল সমস্যা দুর করে শিক্ষা বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষকদের সাহায্য করে যাচ্ছে।