হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: আমাদের সমাজে ধনী, প্রভাবশালীরা সব সময় অসহায় হত দরিদ্রদের উপর জুলুম, নির্যাতন চালিয়ে থাকে। মধ্য বিত্ত উচ্চ শ্রেনীর সঙ্গে মামলা চালিয়ে নিস্বঃ হওয়ার ভয়ে কেউ নায্য আইনি সহায়তা পায় না। তাই আর্থিক ভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ব্যক্তিদের সরকারি খরচে আইনি সহায়তা প্রদান বঙ্গবন্ধুর সোনার বাংলায় বর্তমান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার অবদান। উপজেলার ১২টি ইউনিয়নের অসহায় ব্যক্তিরা যাতে সরকারি খরচে আইনে সহায়তা পাইতে পারে সে জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, এনজিও কর্মী, সূধী সাংবাদিকদের দায়িত্ব খবরটি তাদের নিকট জানানো। আদালতে র্দীঘদিনের চলমান মামলা উভয় পক্ষের সম্মতিতে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইডের সহায়তায় মিমাংশা করা সম্ভব যা পরবর্তীতে আদালত বা উচ্চতর আদালতে আইনে জটিলতা থাকে না। প্রবাদে আছে বিচারের বানী নিরবে কাঁদে তাই এখন আর গরিবের বিচার নিরবে যেন না কাঁদে সে জন্য সরকারি খরচে সমাজের অসহায় সহায় সম্বলহীনদের সরকার সারকারি খরচে বিচারের ব্যবস্থা করেছে। যে জাতি নয় মাস মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনতে পারে সে বীরের জাতি কোন দিন পিছিয়ে বা কারোর কাছে মাথানত করে না। গ্রামের ছোট-খাটো সমস্যা গুলো স্থানীয় গ্রাম্য আদালতের মাধ্যমে মিমাংসা করা গেলে আদালতে মামলার জট অনেকখানি কমে আসবে। তাতে করে আমাদের ভুক্তভোগী জনগন উপকৃত হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনা বৃদ্ধি করতে হবে। সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে কালিগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির সহযোগীতায় মুজিব বর্ষে আইনগত সহায়তা ও কল্যান কর রাষ্ট গঠনে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে উপজেলা লিগ্যাল এইড কমিটির আইনগত ব্যবস্থা সহায়তা প্রদান বিষয়ক এক কর্মশালায় শনিবার বেলা সাড়ে ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এই কথা গুলো বলেন। উক্ত কর্মশালায় কালিগঞ্জ উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে এবং সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড সদস্য সচিব সহকারি জজ সালমা আক্তারের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, অতিরিুক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল জামিরুল ইসলাম, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান, কালিগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেন, সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য এ্যাডভোকেট শাহাআলম, অতিরিক্ত পি.পি এ্যাডভোকেট আঃ লতিফ, এ্যাডভোকেট শম্ভ নাথ, উপজেলা চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, থানা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনামুল হোসেন ছোট প্রমুখ। এছাড়াও উপস্থিত সূধীদের মধ্যে বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য তুলে ধরেন মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, ধলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক খোকন,ইউপি সদস্য রফিকুল বারী রফু, মাহফুজা খানম প্রমুখ।